প্রকাশ : ০৯ মার্চ ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডঃ নুরুল আমিন রুহুল। সোমবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য কাজী মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু রাধেশ্যাম সাহা চান্দু, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহিরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য আহসান উল্লাহ হাসান, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডঃ মহসিন মিয়া মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ, মহিলা আওয়ামী লীগ নেত্রী লাভলী আক্তার, উপজেলা ছাত্রলীগের সদস্য আবু হানিফ অভি প্রমুখ।