প্রকাশ : ০৯ মার্চ ২০২২, ০০:০০
বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি এবং সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুর জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৬ মার্চ বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে ছাত্রদলের বিভিন্ন ইউনিট খ- খ- মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সম্মুখে জড়ো হয়। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।