প্রকাশ : ০৮ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুর জেলার সদ্য বিদায়ী ডিআইও-১ মোঃ তোতা মিয়া সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পাওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)। ৬ মার্চ চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় তাঁকে সংবর্ধনা জানানো হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরী উপস্থিত ছিলেন।