প্রকাশ : ০৮ মার্চ ২০২২, ০০:০০
কচুয়ায় যথাযথ মর্যাদায় ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মবিন, জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক প্রমুখ।