প্রকাশ : ০৮ মার্চ ২০২২, ০০:০০
ঢাকায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত মুভমেন্ট অব বাংলাদেশের সেমিনারে অংশ নিয়েছেন চাঁদপুর জেলার নেতৃবৃন্দ। ৫ মার্চ শনিবার দুপুরে প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলরুমে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না
সংগঠনের আহ্বায়ক ও শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, এলডিপির মহাসচিব মুক্তিযোদ্ধা রেদওয়ান আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ সৈয়দ মোঃ জয়নুল আবেদীন মেসবাহ, সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, বিকল্পধারার সভাপতি ড. নূরুল আমিন বেপারী, প্রফেশনাল মুভমেন্ট অব বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোবারক হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক চাঁদপুর জেলা আইনজীবী সমিতর সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ফুটবলার বোরহান খান প্রমুখ।