বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ মার্চ ২০২২, ০০:০০

দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে হাইমচরে উপজেলা বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥

তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় বাণিজ্যমন্ত্রীর সমালোচনা করে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

গত ৫ মার্চ শনিবার বিকেল ৪টায় হাইমচর উপজেলা সদরস্থ আলগী বাজার অগ্রণী ব্যাংক রোডে উপজেলা বিএনপির আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন বেপারী, হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুনুর রশিদ, সরদার আবু তাহের, আব্দুল কুদ্দুস মেহনতি, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হাওলাদার, দপ্তর সম্পাদক মোঃ নাজমুল হোসেন আখন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছলেমান ঢালী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ প্রমুখ।

উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল হোসেন গাজী, আলগী উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি জয়নাল আবেদীন মাস্টার, সাধারণ সম্পাদক নজির আহম্মেদ দেওয়ান, ২নং দক্ষিণ আলগী ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু, নীল কমল ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মনির সিকদার, হাইমচর ইউনিয়ন বিএনপির সভাপতি ওহেদুর রহমান মোল্লা, চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম বিপ্লব, হাইমচর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি, যুগ্ম আহ্বায়ক জিএম ফজলুর রহমান আকাশ, সোলাইমান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ বোরহান উদ্দিন জুটন, সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আহম্মেদ আখন, সদস্য সচিব মোঃ মিলাদ হোসেন মাঝি, হাইমচর উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আলাউদ্দিন আনসারী, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ সবুজ হোসাইন, সদস্য সচিব আহসান হাবীবসহ চাঁদপুর জেলা বিএনপি, হাইমচর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, সরকার দেশের উন্নয়নে অনেক সাফল্য অর্জন করলেও এ সরকারের সময় বার বার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। একাধিকবার গ্যাস ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে অসহায়-দরিদ্র মানুষ আরো অসহায় ও দরিদ্র হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে সকল শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নেমে আন্দোলন শুরু করবে। যা সরকারের জন্য মঙ্গলজনক হবে না। বক্তারা নিত্যপ্রয়োজীয় পণ্য, তেল ও গ্যাসসহ সকল পণ্যের দাম কমিয়ে আনার দাবি জানিয়েছেন।

বক্তাগণ আরও বলেন, বড় বড় ইমারত আর আকাশচুম্বী দালানই শুধু উন্নয়ন নয়, প্রকৃতপক্ষে উন্নয়ন হলো গণমানুষের সহজতর জীবনযাপন। তাই দ্রব্যমূল্যের লাগাম টেনে অসহায় খেটে খাওয়া গণমানুষের নাগালে রাখার জন্যে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়