প্রকাশ : ০৭ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বিষয়ে ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ মার্চ রোববার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি বলেন, গত ৫ মার্চে স্কুলের বাইরে একটি ঘটনায় আমি ব্যথিত, এটি অপ্রত্যাশিত অনাকাক্সিক্ষত ঘটনা। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে আসে শিক্ষা ও শৃঙ্খলা শেখার জন্য। কিন্তু কিছু শিক্ষার্থী প্রতিষ্ঠানে এসে অনাকাক্সিক্ষত ঘটনায় জড়িয়ে যায়। তিনি আরো বলেন, শিক্ষার্থীরা সরাসরি বলতে পারো তোমাদের কোনো সমস্যা আছে কিনা। আমি সভাপতি হিসেবে আশ্বস্ত করতে চাই, তোমরা এ প্রতিষ্ঠানে নিরাপদ, তোমাদের কোনো সমস্যা হলে আমাদের সাথে বা আমার সাথে যোগাযোগ করবে। অপরাধী শিক্ষার্থী কিংবা বহিরাগত হলেও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবো। প্রয়োজনে অবাধ্য ছাত্রের ছাত্রত্ব বাতিল করবো। তোমাদের নিরাপত্তা দেয়া আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, গতকালের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। তোমাদের স্বার্থ রক্ষার্থে আমরা সদা প্রস্তুত। অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো, আমাদের ম্যানেজিং কমিটির কাজ হলো শিক্ষার্থীদের সর্বোচ্চ স্বার্থ সংরক্ষণ করা। গতকালের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা, তোমরা হতাশ হবে না, তোমরা পড়াশোনা করার পাশাপাশি বিদ্যালয়ের আইন শৃঙ্খলা মেনে চলবে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সাহাদাৎ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।