বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ মার্চ ২০২২, ০০:০০

মতলবে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালুকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
রেদওয়ান আহমেদ জাকির/আরিফ বিল্লাহ ॥

মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহীদ তালুকদার (৬৮)কে ৬ মার্চ বিকেলে ঘিলাতলী মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। ওইদিন সকাল সাড়ে ১০টায় ঘিলাতলী গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজেউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা ওইদিন বাদ আছর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় উপজেলা প্রশাসন, পরিষদ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধীজন ও মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাজা শেষে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পরে মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়–য়া, ৩নং খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বশির উল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, বিভূতি ভূষণ সরকার, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ঢালী প্রমুখ। পরে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়