বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ মার্চ ২০২২, ০০:০০

মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার ব্রতচারী প্রশিক্ষণ সম্পন্ন
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার উদ্যোগে তিন দিনব্যাপী কচি-কাঁচা প্রাঙ্গণে ব্রতচারী প্রশিক্ষণ সম্পন্ন হয়। গত ৩ মার্চ বিকেলে প্রশিক্ষণের উদ্বোধন করেন মেলার সভাপতি মোঃ মাকসুদুল হক বাবলু। গত ৫ মার্চ বিকেলে মেলার সভাপতি মোঃ মাকসুদুল হকের সভাপতিত্বে ও মেলার সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। বিশেষ অতিথির আসন গ্রহণ করেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া। বক্তব্য রাখেন মেলার সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, প্রবীণ সদস্য আব্দুল কাইউম খান, ফারুক বিন জামান, তরুণ সদস্য অধ্যাপিকা আইনুন্নাহার কাদরী, ফারুক আহমেদ বাদল, প্রধান প্রশিক্ষক ইথার মুর্শিদী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তরুণ সদস্য মোঃ মোস্তফা কাদরী, এসএম সেলিম, গোলাম সারওয়ার সেলিম, আঃ সোবহান, মোহাম্মদ আকতার হোসেন প্রমুখ

তিন দিনব্যাপী ব্রতচারী প্রশিক্ষণে ৭৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। প্রশিক্ষক ছিলেন ঢাকা হতে আগত প্রধান প্রশিক্ষক ইথার মুর্শিদী, প্রশিক্ষক জান্নাত আরা পুষ্প, ইরা আশরাফি, মেলার প্রশিক্ষক হোসেন শরীফ আহমেদ, কামরুল হাসান নিপু। প্রধান সমন্বয়কারী ছিলেন মেলার প্রবীণ সদস্য নাছির আহমেদ সরকার। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) রিমঝিম কচি-কাঁচার মেলার সভাপতি মোঃ শাহাদত হোসেন ও সহ-সভাপতি মোঃ মাহাবুবুর রহমান প্রশিক্ষণার্থীদের উৎসাহ প্রদান করেন। সবশেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়