প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলায় মোজাম্মেল হক প্রধান মুজাকে ৩০৫ পিচ ইয়াবাসহ আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। ১৩ ফেব্রুয়ারি রোববার দুপুরে মতলব উত্তর থানার এসআই প্রকাশ প্রণয় দে, এসআই নজরুল ইসলাম, এসআই পলাশ বড়ুয়া ও ফোর্সদের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে চান্দ্রাকান্দি গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ মোজাম্মেল হক প্রকাশ মোজা (৩৫)কে নিজ বাড়ি থেকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ মোজাম্মেল হক মুজা উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের চান্দ্রাকান্দি গ্রামের মৃত ইছাক প্রধানের ছেলে।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, আটক মাদক ব্যাবসায়ী মোঃ মুজাম্মেল হক মুজার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত আছে।