প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতায় বাংলাদেশ কোস্টগার্ডের উদ্যোগে চাঁদপুরে ১৪ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি রোববার দিনব্যাপী এ মাস্ক বিতরণ করা হয়। এর মধ্যে চাঁদপুর সদরে ৭ হাজার, মতলব উত্তরের মোহনপুরে ৩ হাজার ও হাইমচরে ৪ হাজার মাস্ক বিভিন্ন বয়সের মানুষের মাঝে বিতরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুরের মিডিয়া কর্মকর্তা জাহিদ। তিনি জানান, উপকূলীয় অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে করোনা প্রতিরোধে বিনামূল্যে এ মাস্ক বিতরণ করা হয়। চাঁদপুর সদরের মধ্যে চাঁদপুর শহরে ডিসি অফিস মোড়, নতুনবাজার, কালীবাড়ি মোড়, লঞ্চঘাট, নতুনবাজার কোল্ডস্টোর মোড় এলাকাসহ বিভিন্ন স্থানে নানা শ্রেণী-পেশার মানুষের মাঝে কোস্টগার্ড সদস্যরা এ মাস্ক বিতরণ করেন।