প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
রোববার প্রকাশিত এইচএসসি বিএম পরীক্ষায় হাজীগঞ্জে পাসের হার ৯৭.৬৫ শতাংশ। উপজেলা থেকে ৬শ’ ৩৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৬শ’ ২২ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ জন, এ গ্রেড ৬১৫ জন ও এ মাইনাস ৪ জন এবং অকৃতকার্য হয়েছে ১৫ জন।
উপজেলার হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে ২শ’ ৭ জন বিএম পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২শ’ ৪ জন। পাসের হার ৯৯ শতাংশ। এর মধ্যে এ গ্রেড ২শ’ ৪ জন এবং অকৃতকার্য হয়েছে ৩ জন।
হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে ১শ’ ৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১শ’ ৩ জন। পাসের হার ৯৭ শতাংশ। এর মধ্যে এ গ্রেড ১শ’ ৩ জন এবং অকৃতকার্য হয়েছে ৩ জন।
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ থেকে ১শ’ ৭২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১শ’ ৬৬ জন। পাসের হার ৯৭ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন, এ গ্রেড ১শ’ ৬২ জন, এ মাইনাস ৩ জন এবং অকৃতকার্য হয়েছে ৬ জন।
বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ থেকে ১শ’ ৫২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১শ’ ৪৯ জন। পাসের হার ৯৮ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন, এ গ্রেড ১শ’ ৪৬ জন, এ মাইনাস ১ জন এবং অকৃতকার্য হয়েছে ৩ জন।