বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতির নির্বাচন আজ
মাহবুব আলম লাভলু ॥

আজ ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিঃ-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির ভোট গ্রহণ। ৪শ’ ৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সভাপতি পদে মোঃ মোবারক হোসেন মুফতী ও মোহাম্মদ গিয়াস উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম সরকার ও আবু ইউসুফ লস্কর প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনী দায়িত্ব পালন করবেন ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিঃ-এর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর সরকার ডালিম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ নাজমুল খান ও মামুন মিয়া।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিঃ-এর ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি পদে জাকির হোসেন জুয়েল, সদস্য পদে সাংবাদিক মনিরুল ইসলাম মনির, নূর মোহাম্মদ খান, মোঃ মিজানুর রহমান, রহমত উল্লাহ সরকার, আফরোজা মাসুদ, আলাউদ্দিন, সাখাওয়াত হোসেন, মোহাম্মদ মিন্টু ও নাসির উদ্দিন খোকা নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর সরকার ডালিম বলেন, ব্যবসায়ীদের নিয়ে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়