প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
এবারের এইচএসসি পরীক্ষায় চাঁদপুর সদর উপজেলার মধ্যে সন্তোষজনক ফলাফল অর্জন করেছে ফরক্কাবাদ ডিগ্রি কলেজ। সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষানুরাগী সুজিত রায় নন্দী।
তিনি এক অভিনন্দন বার্তায় বলেন, ফরক্কাবাদ ডিগ্রি কলেজ শুধু চাঁদপুর সদরের মধ্যে ভালো ফলাফল অর্জন করেনি, জেলার শীর্ষস্থান অধিকারী কলেজগুলোরও অন্যতম। তাই এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং আগামীতে আরো ভালো ফলাফল অর্জনে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। সেই সাথে গভর্নিং বডির সকল সদস্য, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফেরদৌসি আক্তার, শিক্ষকম-লী, কৃতী শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীসহ এলাকাবাসীকে অভিনন্দন জানিয়েছেন সুজিত রায় নন্দী। এবার মোট ৩৭৮জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৩৭২জন উত্তীর্ণ হন। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১১জন, অনুপস্থিত ছিলেন ৬ জন, পাসের হার ৯৮.৪১%।