প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
আজ চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৮ম বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেটর আজকের ফাইনালে লড়বে ভাই ভাই স্পোর্টিং ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র।
জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ১১টায় ফাইনাল খেলা শুরু হবে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হলেও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরবর্তীতে হবে। নক আউট পদ্ধতির এ টুর্নামেন্টে অংশ নিয়েছে জেলা ক্রীড়া সংস্থার ৮টি দল।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও ক্রিকেট উপ-কমিটির সম্পাদক শেখ মোতালেব মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, এ টুর্নামেন্ট শেষেই প্রিমিয়ার ক্রিকেট লীগ আয়োজন করা হবে। তবে চলমান টি-২০ খেলাগুলোতে অংশ নেয়া দলগুলোর খেলোয়াড়রা ভালো পারফরমেন্স করেছে।