প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে শুক্রবার সকালে সালিসে হামলা চালিয়েছে প্রতিপক্ষ ও ভাড়াটে সন্ত্রাসীরা। হামলায় নারীসহ ৬ জন আহত হয় বলে জানা গেছে।
আহতরা হলেন- জয়নাল (৪৫), জলেখা বেগম (৩৫), নাজমা (৩৮), শাহানারা (৬০), হাসেম গাজী (৭২) ও কামাল খান (৪২)। এর মধ্যে জয়নাল ও জলেখার অবস্থা গুরুতর। ১১ ফেব্রুয়ারি সকাল আনুমানিক সাড়ে ১১ টার দিকে আশিকাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ড পাইকাস্তা গাজী বাড়ি মসজিদ সংলগ্ন এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, পাইকাস্তা গ্রামের মোঃ হাশেম গাজীর সাথে একই বাড়ির মৃত পরান গাজীর ছেলে সামাদ গাজী গংয়ের জমির সীমানা নিয়ে বিরোধ চলছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার সকালে বাড়িতে সালিসরা এবং ইউপির সাবেক ও বর্তমান সদস্যরা একত্রিত হন।
সালিস চলাকালে সামেদ গাজী ও আজাদ গাজীর নেতৃত্বে ভাড়াটে ১০-১৫ জন সশস্ত্র সন্ত্রাসী হাশেম গাজীর স্ত্রী, পুত্র, মেয়েসহ পুরো পরিবারের ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় জয়নাল ও তার বোন জলেখাকে উদ্ধার করে ২৫০শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করান। বর্তমানে জয়নাল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলার ঘটনার পর ওইদিন বিকেলে সামেদ গাজীর নেতৃত্বে কিছু সন্ত্রাসী হাশেম গাজীদের নিজস্ব পারিবারিক কবরস্থানের দেয়ালটি ভেঙ্গে ফেলে।
এ ব্যাপারে মোঃ হাশেম গাজী বাদী হয়ে সামেদ গাজী, আজাদ গাজী, রহিমা বেগম ও রোজিনা বেগমের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনের নামে চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে হাশেম গাজী বলেন, সামেদ গাজী গংয়ের সাথে জমি নিয়ে আমাদের পূর্ব শত্রুতা রয়েছে। বিষয়টি মীমাংসা করার জন্য আমরা গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিসে বসি। সালিসরা বিষয়টি পর্যালোচনা করার জন্যে তাদের কাছে কাগজপত্র চাইলে তারা কাগজপত্র না দেখিয়ে বরং আমাদের উপর দা, ছেনি, চাপাতি, হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে হামলা করে আমাকে, আমার স্ত্রী, ছেলে-মেয়ে ও পুত্রবধূদের মেরে আহত করে। পরে তারা আবার আমাদের পারিবারিক কবরস্থানের দেয়ালটি ভেঙ্গে দেয়। আমার ছেলেরা সব প্রবাসী। আমার স্ত্রী ও এক পুত্র ওই পুত্রবধূদের নিয়ে আমি বাড়িতে থাকি। সামাদ গাজী ও তার সন্ত্রাসী বাহিনী নিয়মিত আমাদেরকে ভয়-ভীতি ও হুমকি দিয়ে আসছে।
এ বিষয়ে সামাদ গাজী গংয়ের নিকট জানতে চাইলে সামাদ গাজীর স্ত্রীর জানান, আমাদের কোনো লোক বাড়িতে নেই।