বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

সামনের এক দফা আন্দোলনে পেশাজীবীদের ভূমিকা রাখতে হবে
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখা। ১৩ ফেব্রুয়ারি রোববার বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিম উল্ল্যাহ সেলিম।

তিনি বলেন, চাঁদপুরের মাটি বিএনপির ঘাঁটি-আমরা সেটা প্রমাণ করতে পারিনি। সামনে আমাদের এক দফার আন্দোলন। শেখ হাসিনার সরকারকে সরাতে সকল পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে। সেখানে পেশাজীবীদের ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুনুর রশিদ গাজীর পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত জুনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মাইনুল ইসলাম, জেনারেল অডিটর অ্যাডঃ শাহাদাত সরকার শাওন ও রানিং অডিটর অ্যাডঃ নাদিম হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের সহ-সভাপতি অ্যাডঃ রফিকুল ইসলাম রিপন, মহিউদ্দিন খান বোরহান (সাবেক ফুটবলার), মীর আনোয়ার হোসেন বাচ্চু, আনোয়ার হোসেন মাঝি (ক্রীড়া সংগঠক), যুগ্ম সম্পাদক অ্যাডঃ মাসুম, অ্যাডঃ আলম খান, অ্যাডঃ চৌধুরী ইয়াছিন ইকরাম, সাংবাদিক মিজানুর রহমান, প্রচার সম্পাদক ইউসুফ মিয়াজী, মহিলা সম্পাদিকা নাসরিন রহমান, সদস্য কামরুল ইসলাম, জয়নাল আবেদীন, ফজলুর রহমান, সাইফুল ইসলাম, মিজানুর রহমান মিজি প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের সহ-সভাপতি মাওঃ জসিম উদ্দিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়