প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুরের সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চাঁদপুর শহরের বিষ্ণুদী ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা অ্যাডঃ আবুল ফজলের দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পরিবারের পক্ষ থেকে ব্যাংক কলোনীতে তার নিজ বাড়িতে মিলাদ ও দোয়ার আয়োজন করেন মরহুমের বড় ছেলে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা গণফোরামের সভাপতি অ্যাডঃ সেলিম আকবর। মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর সরকারি কলেজস্থ শেরে বাংলা ছাত্রাবাস মসজিদের ইমাম মাওলানা আ.ন.ম. মহিবুল্লাহ।
উপস্থিত ছিলেন চেয়ারম্যান ঘাটা জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুদ্দিন খন্দকারসহ আইনজীবী, জনপ্রতিনিধি ও স্থানীয় এলাকাবাসীসহ মুসুল্লিরা।
উল্লেখ্য, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও ভাষাসৈনিক অ্যাডঃ আবুল ফজল ২০১০ সালের ১৩ ফেব্রুয়ারি সকলকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ মেয়ে, নাতি-নাতনিসহ অনেক আত্মীয়-স্বজন রেখে যান। তিনি দীর্ঘদিন চাঁদপুর জেলা বারে বেশ সুনামের সাথে আইন পেশায় জড়িত ছিলেন।