বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

সম্মাননা পদক পেলেন চাঁদপুরের নাট্যজন শুকদেব রায়
স্টাফ রিপোর্টার ॥

‘মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়’-এ শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বিভাগীয় সম্মেলন ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম দামপাড়াস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর শুরু হয় সম্মেলনের উদ্বোধনী পর্ব। এ পর্বে ছিলো উদ্বোধনী আলোচনা ও চট্টগ্রাম বিভাগের নাট্যজনদের মাঝে গুণীজন সম্মাননা পদক প্রদান।

অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রামের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ ড. অনুপ সেন এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য শাহাদাত হোসেন খান হিলুসহ অতিথিরা ৭ জনকে সম্মাননা পদক তুলে দেন। ৭ জনের মধ্যে নাটক ও অভিনয়ে চাঁদপুরের বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সভাপতি নাট্যজন শুকদেব রায়কে সম্মাননা পদক তুলে দেন অতিথিবৃন্দ।

এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় চাঁদপুরের সংবর্ধিত নাট্যজন শুকদেব রায় বলেন, আমার আজকের এ সম্মাননা ব্যক্তির নয়, এটি চাঁদপুরের নাট্যাঙ্গণের সম্মাননা। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে ছাত্রবস্থায় নাটকের সাথে সম্পৃক্ত থেকে এখন পর্যন্ত নাটকে কাজ করে যাচ্ছি। জীবনে কী পেলাম বা না পেলাম, সে জন্য নাটকে কাজ করি না। মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করে চাঁদপুরের মাটিতে দীর্ঘকাল ধরে অভিনয়ের পাশাপাশি নাটকে নির্দেশনা ছাড়াও নেপথ্য, আলো, সেট ডিজাইনে কাজ করে যাচ্ছি। তিনি এ জন্য মহান সৃষ্টিকর্তার কাছে শোকরিয়া আদায় করেন।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য (চট্টগ্রাম) ও অনন্যা নাট্যাগোষ্ঠীর সভাপতি শহীদ পাটোয়ারীর নেতৃত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত নাট্য সংগঠনের প্রতিনিধিরা। এরা হলেন : চাঁদপুর ড্রামার সভাপতি তপন সরকার, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, বর্ণমালা থিয়েটারের সভাপতি হাবিবুর রহমান পাটোয়ারী, অনুপম নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ ম-ল, স্বরলিপি নাট্যগোষ্ঠীর সভাপতি এমআর ইসলাম বাবু, অনন্যা নাট্যগোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দাস ও অনুপম নাট্যগোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক কার্তিক সরকার।

উল্লেখ্য, চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনে চট্টগ্রাম বিভাগের ১১ জেলার ৪৩টি নাট্য সংগঠনের দেড় শতাধিক নাট্যজন ও নাট্যশিল্পীরা পুরো সম্মেলনকে উৎসবমুখর করে রাখে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়