বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

আল করীম ডেভলপমেন্ট বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর বার্ষিক সাধারণ সভা
নিজস্ব সংবাদদাতা ॥

চাঁদপুর আল করীম ডেভলপমেন্ট বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর বার্ষিক সাধারণ সভা- ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ ফেব্রুয়ারি শনিবার সকালে চাঁদপুর শহরের বৈশাখী চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ২০২০-২০২১ অর্থবছরের এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন।

আল করীম ডেভলপমেন্ট বহুমুখী সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব শাহ মোঃ আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি হাজী আঃ গফুর খান ও সদস্য মাওলানা নূরুল আমিন। সাধারণ সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুর রাজ্জাক মোল্লা।

বার্ষিক সাধারণ সভায় সমিতির সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজেই সমিতির সহ-সভাপতি হাজী আব্দুল গফুর খানের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করেন। পরে সভায় সকল সদস্যের সম্মতিক্রমে সমিতির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন হাজী আব্দুল গফুর খান।

সভায় ২০২০-২১ অর্থবছরের উপর লভ্যাংশ ঘোষণা করা হয় এবং সমিতির মানোন্নয়ন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এছাড়াও করোনাকালীন মানবিক কাজে অসামান্য অবদান রাখায় আল কারীম বিএসএস লিঃ-এর পক্ষ থেকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবক টিম প্রধান শেখ মোহাম্মদ জয়নাল আবেদীনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আল করীম ডেভলপমেন্ট বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর সাধারণ সভায় নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। সভাপতি হাজী আব্দুল গফুর খান, সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদিন, কার্যকারী সদস্য আলহাজ্ব শাহ মোঃ আলমগীর, মাওলানা নূরুল আমিন, দেলোয়ার হোসেন মজুমদার, আমির হোসেন মাঝি, আব্দুর রহিম বেপারী, মোহাম্মদ জাহাঙ্গীর গাজী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধানিয়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়