মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

চাঁদপুর চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের খাজা বাবা অটো রাইচ মিল পরিদর্শন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম ও সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায় চাঁদপুর জেলায় উন্নতমানের চাল উৎপাদনকারী প্রতিষ্ঠান পুরাণবাজার খাজা বাবা অটো রাইচ মিল পরিদর্শন করেছেন। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান খাজা বাবা অটো রাইচ মিলসের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ আলী জিন্নাহ পাটওয়ারী।

১২ ফেব্রুয়ারি শনিবার দুপুরে চাঁদপুর পুরাণবাজার রয়েজ রোডস্থ খাজা বাবা অটো রাইচ মিল পরিদর্শন এবং সৌজন্য সাক্ষাৎ করতে আসলে চেম্বার সভাপতি ও সহ-সভাপতিকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

জাহাঙ্গীর আখন্দ সেলিম ও সুভাষ চন্দ্র রায় মিলের উৎপাদিত চাল কোয়ালিটি দেখে মুগ্ধ হন এবং সন্তোষ প্রকাশ করেন।

ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, চাঁদপুরের সকল পর্যায়ে ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের পাশে রয়েছে চাঁদপুর চেম্বার। তাদের ব্যবসা বাণিজ্য ও উৎপাদন কার্যক্রমে সহযোগিতা করে যাচ্ছে।

জানা যায়, চাঁদপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরাণবাজারের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স খাজা বাবা অটো রাইচ মিলস্-এর প্রস্তুতকৃত উন্নতমানের ধান থেকে আল-জাহরা চাঁদ মার্কা ও হরিণ ব্রান্ডের চাল বাজারে ব্যাপক সুনাম অর্জন করায় চাঁদপুর চেম্বার অব কমার্সের পক্ষ থেকে মিলের স্বত্বাধিকারী মোঃ আলী জিন্নাহ পাটওয়ারীকে সম্মাননা দেয়ার জন্য মনোনীত করা হয়। এ উপলক্ষে চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ শনিবার দুপুরে পুরাণবাজার রোডস্থ খাজা বাবা অটো রাইস মিলে সৌজন্য সাক্ষাৎ করতে যান। এ সময় তাদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন মিলের স্বত্বাধিকারী মোঃ আলী জিন্নাহ পাটোয়ারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়