মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

কচুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের দাফন সম্পন্ন
মেহেদী হাসান ॥

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম (৭২) ১১ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১০টায় বার্ধক্যজনিত কারণে কচুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি........রাজিউন)। ১২ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২টায় উপজেলার কড়ইয়া ইউনিয়নের উত্তর ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজার পূর্বে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম দেয়া হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইবনে আল জায়েদ হোসেন, মুক্তিযোদ্ধাদের পক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া, সেনাবাহিনীর পক্ষে লেফট্যানেন্ট সাদ এবং থানা পুলিশের পক্ষে কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছানোয়ার হোসেনের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামকে গার্ড অব অনার প্রদান ও তার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এ সময় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আনোয়ার শিকদার ও তাছাদ্দেক হোসেন মোহন, সাবেক ইউপি সদস্য মোবারক হোসেন মেম্বার, জাহাঙ্গীর আলম, বর্তমান সদস্য হান্নান মিয়া, দরিয়া হায়াতপুর সপ্রাবির সাবেক শিক্ষক হুমায়ুন কবির প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সহ¯্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। জানাজা শেষে ডুমুরিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়। মরহুমের পরিবারের পক্ষে মেজো ছেলে সেনা কর্মকর্তা হারুনুর রশিদ তাঁর রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়