বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের মাস্ক বিতরণ
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে মাস্ক বিতরণ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। গতকাল ১২ ফেব্রুয়ারি শনিবার বিকেলে তিনি মাস্ক বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, করোনা মোকাবেলায় সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রত্যেকটি মানুষকে করোনা টিকা নিতে হবে। দেশে পর্যাপ্ত করোনা টিকা মজুদ আছে। কোনো মানুষ যাতে টিকা থেকে বাদ না পড়ে সরকার সে হিসেবে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করছেন।

তিনি বলেন, সচেতনতার মাধ্যমে করোনা মোকাবেলা করা সম্ভব। তা না হলে করোনা থেকে আমরা কেউ রক্ষা পাবো না।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, এএসপি (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান কামাল, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য লায়ন আরিফ উল্লাহ সরকার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজী, থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাডঃ মহসিন মিয়া মানিক, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, রেফাত উল্লা দর্জি, মাহবুবুল আলম বাবু প্রমুখ। এছাড়াও তিনি সুজাতপুর বাজারে মাস্ক বিতরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়