মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

আজ ২য় সেমি-ফাইনালে লড়বে প্রফেসরপাড়া ও ভাই ভাই স্পোর্টিং ক্লাব
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

আজ রোববার থেকে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে ৮ম বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সেমি-ফাইনাল খেলা। আজ টুর্নামেন্টের ২য় সেমি-ফাইনালে লড়বে প্রফেসরপাড়া ক্রীড়া চক্র ও ভাই ভাই স্পোর্টিং ক্লাব। এই প্রতিযোগিতামূলক ম্যাচে যে দল জয়লাভ করতে পারবে সেই দলই ফাইনালের টিকেট পাবে।

স্থানীয় সাংসদ ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্টে অংশ নিয়েছে ৮টি দল। খেলাগুলো নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডে নিতাইগঞ্জকে হারিয়ে প্রফেসরপাড়া এবং শক্তিশালী আবাহনীকে হারিয়ে ভাই ভাই স্পোর্টিং ক্লাব সেমি-ফাইনাল খেলার যোগত্য অর্জন করে ।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু এ প্রতিবেদককে জানান, খেলার ফিকশ্চার অনুযায়ী ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আর টি-২০ খেলা শেষেই অল্প সময়ের মধ্যে প্রিমিয়ার ক্রিকেট লীগ চালু করবো বলে আশা পোষণ করছি।

ভাই ভাই স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বাদল এবং প্রফেসরপাড়া ক্রীড়া চক্রের খেলোয়াড় ও কর্মকতা সাইফুল ইসলামের সাথে এ প্রতিবেদেকের আলাপকালে তারা দুজনেই জানান, আমরা ফাইনালে ওঠার জন্য অপেক্ষায় রয়েছি। আশা করি দুদলের খেলোয়াড়রা তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সেমি-ফাইলের খেলাটি খেলার মতোই হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়