প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা কর্তৃৃক ২০০ পিস ইয়াবাসহ সুলতানা পারুল নামে এক নারী মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছেন। গতকাল ১১ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল সোয়া ৫টায় জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুরে কর্মরত এসআই (নিরস্ত্র) আব্দুছ ছালাম ও সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে হাজীগঞ্জের বাকিলা ফকির বাজার এলাকার মধ্য সন্না থেকে মাদক ব্যবসায়ী সুলতানা পারুল (৫০) (স্বামী-রাশেদুজ্জামান খান রুবেল, পিতা-মোঃ আব্দুল মান্নান, মাতা-মনোয়ারা বেগম, সাং-রাধাসার, মজুমদার বাড়ি, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর)কে ২০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে।