বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

চাঁদপুর ক্রিকেট একাডেমীকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে শেখ রাসেল
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৮ম বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চাঁদপুর ক্রিকেট একাডেমীকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠলো শেখ রাসেল ক্রীড়াচক্র। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। আজকের শনিবারের ম্যাচে অংশ নেবে নিতাইগঞ্জ ক্রীড়া চক্র ও প্রফেসরপাড়া ক্রীড়া চক্র।

শুক্রবার টুর্নামেন্টের ৩য় ম্যাচে এবং দিনের শেষ ম্যাচে অংশ নেয় চাঁদপুর ক্রিকেট একাডেমী ও শেখ রাসেল ক্রীড়াচক্র। চাঁদপুর ক্রিকেট একাডেমী প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১১০ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে তরুণ ৩৪ বলে ৩৪ রান ও জাহিদ ২১ বলে ২৭ রান করেন। বল হাতে শেখ রাসেলের কবির ৪ ওভারে ১৫ রানে ২টি উইকেট নেন।

শেখ রাসেল ক্রীড়া চক্র ১১১ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামেন। তারা ১৩ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যান। ব্যাট হাতে সাদ্দাম ৩২ বলে ৫৬ রান ও মাসুদ ৩৫ বলে ৪৬ রান করেন। খেলা শেষে ম্যান অব দা ম্যাচের পুরস্কার লাভ করেন শেখ রাসেল ক্রীড়া চক্রের ব্যাটসম্যান সাদ্দাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়