প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
ন্যায্য মূল্য না পেয়ে লোকসানের মুখে পড়েছেন মতলব উত্তর উপজেলার ধনিয়া পাতা চাষি ও ব্যবসায়ীরা। ফলন ও দাম ভালো পাওয়ায় গত বছরের চেয়ে ধনিয়া পাতার চাষ বাড়িয়ে দিয়েছিলো কৃষকরা। এবারও ফলন ভালো, কিন্তু দামে ঘটেছে বিপত্তি। ১০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে ধনিয়া পাতা। বাজারে নিয়ে যাওয়ার পর দাম না পেয়ে কৃষকরা পড়েছেন চরম বিপাকে।
চাষিরা জানান, তাদের এক বিঘা জমি প্রস্তুত থেকে শুরু করে সার, বীজ, কীটনাশকসহ পাতা তোলা পর্যন্ত খরচ হয় ১৫ থেকে ২০ হাজার টাকা। কিন্তু মৌসুমের শুরুতে দাম একটু ভালো পেলেও এখন বিক্রি করছেন ১০ থেকে ২০ টাকা কেজি। অনেক সময় বিক্রি না করতে পেরে ফেলে রেখেই চলে আসছেন। এমনকি অনেক চাষি এখন বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে খেত পরিষ্কার করছেন ধনিয়া পাতার মধ্যে থাকা আখ ও ভুট্টা গাছ ভালো রাখার জন্য।
ধনিয়া পাতার বেপারীরা জানান, গত বছর ধনিয়া পাতার দাম ভালো পাওয়া গেছে। মৌসুমের শুরুতে কৃষকের কাছ থেকে ১ কেজি ১০০ থেকে ১৫০ টাকা দরে কিনলেও এখন ১০ থেকে ২০ টাকা দরে কিনছেন। আমরা কেজি ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন জানান, এখানে রবি মৌসুমে নানা ধরনের ফসল উৎপাদন হয়ে থাকে। এর মধ্যে ধনিয়া একটি ব্যতিক্রমী ফসল। প্রথম দিকে যে ধনিয়া আবাদ হয় সেটা পাতা হিসেবেই ব্যবহার হয়ে থাকে। এ বছর ব্যাপক হারে চাষ ও বাজারে সরবরাহ থাকায় এর দামও কম।