মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

মতলব দক্ষিণে স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেনের যোগদান
রেদওয়ান আহমেদ জাকির ॥

ডাঃ নুসরাত জাহান মিথেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে গতকাল ১০ ফেব্রুয়ারি যোগদান করেছেন। এর আগে তিনি মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। গত ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শামিউল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।

ডাঃ নুসরাত জাহান মিথেন ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ২০১৪ সালে অত্র হাসপাতালে যোগদান করেন। তাঁর পৈত্রিক নিবাস মতলব উত্তর উপজেলার পূর্ব ইসলামাবাদ গ্রামে। তাঁর পিতা মোঃ লোকমান হেকিম (অবঃ) অগ্রণী ব্যাংক কর্মকর্তা ও মা নাজনীন আক্তার (অবঃ) প্রধান শিক্ষিকা। তাঁর ভাই ফিরোজ আহমেদ প্রোপেন অত্র হাসপাতালের মেডিকেল অফিসার ও বোন ড. দিলশাদ জাহান মিথেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় রয়েছেন। তিনি ব্যক্তিগত জীবনে এক পুত্র সন্তানের জননী।

এছাড়াও তিনি আন্তজার্তিক সেবামূলক সংগঠন রোটারী ক্লাব অব মতলবের সেক্রেটারী, মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার সাথী বোন, ফ্রেন্ডস্ ৯৯ সামজিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকা-ের সাথে জড়িত।

ডাঃ নুসরাত জাহান মিথেন বলেন, আমি সরকারের সকল চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ও হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়