প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের মেম্বাররা শপথগ্রহণ করেছেন। বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৩৩ ও সাধারণ সদস্য ৯৯ জনসহ মোট ১৩২ জন ইউপি সদস্য গতকাল শপথগ্রহণ করেন।
শপথ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ-শাহরাস্তির সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোঃ মাঈনুদ্দিন।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মির্জা শিউলী পারভিন মিলি, উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী মোঃ রেজওয়ানুর আহমেদ, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ ও ৮নং হাটিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ জাকির হোসেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বিল্লাল হোসেন, ২নং বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, ৫নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমন ও ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আমিন হেলাল।