প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
ঠিক ৫ বছর আগে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হন মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী আর বিজিত হন সেই সময়ের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন। স্থানীয় সরকারের নিয়ম অনুযায়ী সেই সময় বিজয়ী চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফকে দায়িত্ব বুঝিয়ে দেন মিজানুর রহমান মিলন।
ঠিক ৫ বছর পর এসে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ফের বিজয়ী হন সেই সময়ের বিজিত চেয়ারম্যান মিজানুর রহমান মিলন। আর এবারের নির্বাচনে অংশ নেন নি মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী। ৫ বছর আগের মতো করে সেই সময়ে মিজানুর রহমান মিলন থেকে দায়িত্ব বুঝে নেয়া সেই চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী বৃহস্পতিবার মিজানুর রহমান মিলনকে দায়িত্ব বুঝিয়ে দিলেন। এ সময় ছিলো সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।