প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কেএম আল-আমিন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা যায়। অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে তিনি ফেনী জেলায় যোগদান করবেন। মোমেনা আক্তার হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ২০২১ সালের ১ এপ্রিল যোগদান করেন। হাজীগঞ্জে দায়িত্ব পালনকালে তিনি সততা ও নিষ্ঠার জন্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।