মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টায় গোয়ালনগর স্কুল মাঠে বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এইচএস সরোয়ারদী সরোয়ার গাজী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার। বিশেষ বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএম নজরুল ইসলাম নজু, রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন প্রধানীয়া, সাধারণ সম্পাদক ওসমান গাজী, চাঁদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ, সালাউদ্দিন বেপারী, পারভেজ আলম রবিন ও জুলহাস জুয়েল আহমেদ।

রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তাজুল ইসলাম দেওয়ানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবির হোসেন চোকদারের পরিচালনায় সভায় যুবদলের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জেলা যুবদল নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বর্তমান বাংলাদেশ এক কঠিন সময় অতিক্রম করছে। আমরাও কঠিন সময় অতিক্রম করছি। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি। হামলা-মামলা এবং গুমকে মোকাবেলা করে এগিয়ে যাবার চেষ্টা করছি। কোনো দিন এই পৃথিবীতে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারেনি, বাংলাদেশেও পারবে না।

আমাদেরকে ঐক্যবদ্ধ থেকেই এই সরকার পতন আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আলোচনা পর্ব শেষে সম্মেলনের দ্বিতীয় পর্বে উপস্থিত নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে ইউনিয়ন যুবদলের নতুন কমিটি ঘোষণা করেন মানিকুর রহমান মানিক।

সম্মেলনে কবির হোসেন চোকদার সভাপতি, মোঃ রমজান আলী প্রধানিয়া সাধারণ সম্পাদক ও আনোয়ার হোসেন সরদার সাংগঠনিক সম্পাদক মনোনীত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়