মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

নৌপথে আমদানি-রপ্তানির ক্ষেত্রে ব্যবসায়ীদের অনেক দুর্ভোগ পোহাতে হয়
বিমল চৌধুরী ॥

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ চাঁদপুর নদীবন্দরের উপ-পরিচালক মোঃ কায়সারুল ইসলামের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। ৯ জানুয়ারি বুধবার বেলা ১১টায় চাঁদপুর চেম্বার কার্যালয়ে আয়োজিত উক্ত সভায় সভাপ্রধান ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম। সভায় নদীবন্দর দিয়ে ব্যবসায়ীদের আমদানি-রপ্তানিকৃত মালামাল লোড-আনলোড, পণ্টুন সমস্যা, বাজার সংলগ্ন ডাকাতিয়া নদীতে জেগে ওঠা চর দখলপূর্বক ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণসহ বিভিন্ন সমস্যা নিরসনে নেতৃবৃন্দ বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন এবং তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের আহ্বান জানান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালক মাইনুল ইসলাম কিশোর, আমিনুর রহমান বাবুল, মোহাম্মদ আলী মাঝি (চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র), পরেশ চন্দ্র মালাকার, গোপাল চন্দ্র সাহা, আলহাজ্ব লিয়াকত পাটওয়ারী, শিহাদ শাহরিয়ার আখন্দ, রেজওয়ানুর রহমান রিজু পাটওয়ারী, ব্যবসায়ী নাজমুল আলম পাটওয়ারী, আলহাজ্ব মহব্বত হায়দার চৌধুরী, আলহাজ্ব ইউনুছ মিয়া বাদল, মোশাররফ হোসেন মানিক, গোবিন্দ সাহা, দুলাল কাজী, পৌর নারী কাউন্সিলর ফেরদৌসী আক্তার প্রমুখ। আরো বক্তব্য রাখেন চাঁদপুর নদী বন্দরের সমন্বয় কর্মকর্তা মোঃ রেজাউল করিম, শুল্ক আদায়কারী কর্মকর্তা মোঃ এনামুল হক চৌধুরী, বিআইডব্লিউটিএ চাঁদপুর শ্রমিক লীগের সভাপতি মোঃ আবদুস ছাত্তার প্রমুখ।

চেম্বার সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম তাঁর সভাপ্রধানের বক্তব্যে বলেন, বাণিজ্য ও নৌবন্দর হিসেবে চাঁদপুরের যথেষ্ট পরিচিতি থাকলেও নৌপথে আমদানিকৃত মালামাল লোড-আনলোডের ক্ষেত্রে চাঁদপুরের ব্যবসায়ীদের অনেক সমস্যা পোহাতে হয়। মাল লোড-আনলোডের ক্ষেত্রে আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে এখানকার ব্যবসায়ীগণ।

তিনি বলেন, সকলেরই জানা চাঁদপুর একটি আমদানিনির্ভর মোকাম। প্রতিদিনই হাজার হাজার বস্তা ডাল, চাল, ময়দা, ধান, গমসহ ভুষামাল আমদানি হয়ে থাকে পুরাণবাজার পাইকারি ব্যবসা প্রতিষ্ঠানসমূহে। একই পর্যায়ে তা আবার চাঁদপুর থেকে নৌ অথবা সড়ক পথে হাজীগঞ্জ, লক্ষ্মীপুর, কচুয়া, মতলব, নোয়াখালী, হাতিয়া, রামগঞ্জ, ফরিদগঞ্জ, হাইমচরসহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হয়ে থাকে। কিন্তু নদীপথে আমদানি ও রপ্তানিকৃত এ সকল মালামাল লোড-আনলোড করতে গিয়ে শ্রমিকদেরকে অনেক ঝুঁকি পোহাতে হয় প্রয়োজনীয় পণ্টুনের অভাবে। অনেক শ্রমিক জীবনের ঝুঁকি নিয়ে তা আমদানি-রপ্তানি করে থাকেন। অথচ আমরা নিয়মিতভাবে সরকারের রাজস্ব দিয়ে যাচ্ছি। তিনি মালামাল আমদানি-রপ্তানির ক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ বাজার সংলগ্ন পুরাণবাজার অংশে কয়েকটি পণ্টুন স্থাপনে চাঁদপুর নদীবন্দর কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন এবং পুরাণবাজার অংশে নৌবন্দরের নদী সংলগ্ন স্থানে কোনো অবৈধ স্থাপনা যাতে নির্মাণ করা না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখার অনুরোধ জানান।

তিনি বলেন, অবৈধ কোনো স্থাপনা বা নির্মাণ কার্যক্রমকে চাঁদপুর চেম্বার নেতৃবৃন্দ সমর্থন করেন না। যদি কেউ এ ধরনের অবৈধ নির্মাণ করে থাকেন তাহলে সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্যেও তিনি বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ জানান। তিনি বলেন, পুরাণবাজারের ব্যবসায়িক সুনাম ধরে রাখতে দল মত নির্বিশেষে আমরা কাজ করতে চাই। এজন্যে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। প্রমত্তা মেঘনার কারণে পুরাণবাজারে বসবাসরত মানুষজনসহ অনেক ব্যবসায়ী অন্যত্র চলে গেছেন। বর্তমানে যারা রয়েছেন তারা যেনো কোনো প্রকার হয়রানির শিকার না হয় এবং নীতি-নৈতিকতার মধ্য দিয়ে ব্যবসায়ীগণ যাতে তাদের ব্যবসা পরিচালনা করতে পারেন সে ব্যাপারে চাঁদপুর চেম্বার অব কমার্স যথেষ্ট সচেষ্ট রয়েছে। তিনি করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করার জন্যে আহ্বান জানান।

চাঁদপুর নদীবন্দরের উপ-পরিচালক মোঃ কায়সারুল ইসলাম ব্যবসায়ীদের বক্তব্য শুনেন এবং সে আলোকে চেম্বার নেতৃবৃন্দের আলোচনাক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে মতামত ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়