মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
শামীম হাসান ॥

ফরিদগঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ৮৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি (বুধবার) সকালে প্রাথমিক শিক্ষক সমিতি ফরিদগঞ্জ উপজেলা শাখা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি বিল্লাল হোসেন পাটওয়ারী।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শিক্ষকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার মধ্যে অন্যতম প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড অর্জন। সহকারী শিক্ষকদের ১৮তম গ্রেড থেকে পর্যায়ক্রমে ১৩তম গ্রেডে উন্নীত হয়েছে। আগামীদিনেও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শিক্ষকদের কল্যাণে কাজ করে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মোস্তফা তালুকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন তালুকদার ও মহিলা বিষয়ক সম্পাদক হাছিনা আক্তার।

উপস্থিত ছিলেন সংগঠনটির ফরিদগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন তালুকদারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়