প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর-শরীয়তপুর নৌরূটে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল। আগের তুলনায় গাড়ির চাপ অনেকাংশে কমে এসেছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি’র হরিণা ফেরিঘাট ব্যবস্থাপক আব্দুন নূর তুষার।
তিনি বলেন, ফেরি ও গাড়ি চলাচল স্বাভাবিক। এখন সাতটি ফেরি চলাচল করছে। গত চব্বিশ ঘন্টায় শরীয়তপুর ঘাটে ৫০টি এবং হরিণা ঘাটে দেড়শ’ গাড়ি ফেরি পার হবার জন্য ঘাটে অবস্থান করছে। দুপুর পর্যন্ত এই গাড়ির সংখ্যা ফেরি পারাপারের ফলে অনেকটাই কমে এসেছে। তিনি আরো বলেন, এখন বেশি সময় নিয়ে ফেরির জন্য গাড়িগুলোকে অপেক্ষা করতে হয় না। কুয়াশা ও বৈরী আবহাওয়ার দরুণ ফেরি চলাচলে কিছুটা বিঘœ হয়েছিলো। এখন ফেরিঘাটের সবকিছুই স্বাভাবিক এবং নিয়মতান্ত্রিকভাবে হচ্ছে।