প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
কচুয়ায় দৈনিক যুগান্তরের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার কচুয়া উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে ব্যাপক আয়োজনে উৎসবমুখর পরিবেশে কেক কাটা ও আলোচনা সভা অনুঠিত হয়।
দৈনিক যুগান্তরের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন পোদ্দার ও সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব সুমন।
উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ক্রীড়া সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব, সদস্য মোঃ রাছেল, জামাল হোসেনসহ অনেকে।