প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা সদরে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি শনিবার বিকেল সাড়ে ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক প্রস্তুতি সভার আহ্বান করা হয়েছে।
একুশ উদ্যাপন প্রস্তুতি সভায় চাঁদপুর শহরে অবস্থিত সম্মিলিত সাংস্কৃতিক জোট, থিয়েটার ফোরাম ও সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের সাথে সম্পৃক্ত সকল পর্যায়ের শিল্পী ও সংগঠককে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, থিয়েটার ফোরামের সভাপতি নাট্যজন শহীদ পাটোয়ারী ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক হারুন আল রশীদ।