প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
কচুয়ায় এনআরবি ব্যাংক লিমিটেড রহিমানগর শাখার উদ্যোগে গরিব, দুঃখী ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রহিমানগর বাজারের এএইচ মুন্সি টাওয়ারের প্রথম তলায় এনআরবি ব্যাংক রহিমানগর শাখা কার্যালয়ে অসহায় শীতার্ত পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করেন ব্যাংকটির রহিমানগর শাখার ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম।
উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার, এনআরবি ব্যাংক রহিমানগর শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার মোঃ নুরুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা সবুজ উদ্দীন, মোঃ আল-আমিন ও বিপন কুমার, রহিমানগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনির হোসেন, মোঃ মোস্তফাসহ ব্যাংকের গ্রাহকবৃন্দ।