প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন দেখতে গিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
২৩ জানুয়ারি রোববার বেলা সাড়ে ১১টায় নেতৃবৃন্দ আইনজীবী সমিতি কার্যালয়ে অবস্থান করে ভোট কার্যক্রম দেখেন। তাঁরা আইনজীবী ভোটারদের সাথে কুশল বিনিময় এবং সুষ্ঠু-সুন্দর পরিবেশে ভোটগ্রহণ বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ রুহুল আমিন সরকার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশীদ সাগর, উপ-দপ্তর সম্পাদক অ্যাডঃ রণজিৎ রায় চৌধুরী, সদস্য অ্যাডঃ বদিউজ্জামান কিরণসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।