প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর পৌরসভার মেয়র ও ইকরা মডেল একাডেমির শিক্ষা উন্নয়ন কমিটির সভাপতি অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় একাডেমি মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল-হেলাল জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আবদুর রহমান গাজী।
দোয়ায় অংশ নেন একাডেমির প্রতিষ্ঠাতা গোলাম হোসেন টিটু, প্রধান শিক্ষক ফৌজিয়া আক্তার, প্রাথমিক শাখার প্রধান মোঃ মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আসমা খানম, সহকারী শিক্ষক সোমা শুভ্র রক্ষিত, শামীমা আক্তার, রুমা আক্তার, নাজমুন নাহার, ফিরোজা আক্তার, রাবেয়া সুলতানা, ফারজান আশ^াদ, রাহিমা আক্তার পপি, দেবনাথ শিল্পী, রাণী ঘোষ, নাজমুন নাহার মিলি, সুমিত দত্ত, হ্যাপী আক্তার, শাহীনা খানম, নাসরিন সুলতানা, হাফসা মিম, মোঃ পাঞ্জুর রহমান, আহসান হাবীব খান ও রেজাউল করিম।