প্রকাশ : ২০ জানুয়ারি ২০২২, ০০:০০
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শাহরাস্তি পৌর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ জানুয়ারি বুধবার বাদ আসর পৌর সদরের গুলাছি বাড়ি জামে মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় শাহরাস্তি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ছিদ্দিকুর রহমানের জন্যেও বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ ও দোয়ায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ্ মোহাম্মদ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন সেলিম ও মরহুম ছিদ্দিকুর রহমানের বড় ছেলে সাংবাদিক মাসুদ রানা। উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, বিএনপি নেতা শফিকুর রহমান প্রমুখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন গুলাছি বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ।