প্রকাশ : ২০ জানুয়ারি ২০২২, ০০:০০
‘একটাই লক্ষ্য-হতে হবে দক্ষ’ এ স্লোগানকে লালন করে কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ২০২২ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ-৯ম শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার ১৯ জানুয়ারি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন। ইউএনও মোতাছিম বিল্লাহর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, সাবেক যুগ্ম সচিব রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল, ইউপি চেয়ারম্যান নূরই আলম রিহাত, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ মোঃ আবুল কালাম আজাদ।