রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২২, ০০:০০

বাকিলায় ক্রোধের আগুনে পুড়লো নতুন ঘর!

বাকিলায় ক্রোধের আগুনে পুড়লো নতুন ঘর!
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জের বাকিলায় ক্রোধের আগুনে নতুন ঘর পুড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। চাচাদের সাথে সম্পত্তিগত বিরোধে একটি পক্ষ এমন কা- করেছে বলে ক্ষতিগ্রস্ত শুকুর আলম মোল্লা চাঁদপুর কণ্ঠকে জানিয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে উপজেলার বাকিলা ইউনিয়নের বোরখাল গ্রামের মোল্লা বাড়িতে। অবশ্য উক্ত সম্পত্তি নিয়ে শুকুর আলম মোল্লা ইতিমধ্যে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। যার তদন্ত শেষ হয়েছে। শুকুর আলম মোল্লা ওই বাড়ির মৃত আলী আহম্মদ মোল্লার ছেলে।

ক্ষতিগ্রস্ত শুকুর আলম মোল্লা জানান, তার পৈত্রিক সম্পত্তির ন্যায্য হিস্যা পেতে সম্প্রতি তিনি হাজীগঞ্জ থানায় অভিযোগ দেন। এরই মধ্য গত বৃহস্পতিবার দিবাগত রাতে তার নতুন নির্মিত একটি বসতঘরসহ একচালা অংশে ডিজেল দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর কারণে ঘরটি পুরোপুরি পুড়ে যাওয়া থেকে রক্ষা পায়। আগুন নেভাতে আসা লোকেরা ঘরের কাছে একটি তেলের বোতল পায়, যার ভেতর ডিজেল ছিলো। এ থেকে আমরা নিশ্চিত হই আমার ঘরে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে।

শুকুর আলম মোল্লা আরো জানান, আমার সাথে আমার যে চাচাদের বিরোধ রয়েছে তারা প্রবাসে থাকে। কিন্তু তাদের পক্ষ হয়ে একটি চক্র আমার সাথে চাচাদের বিরোধ জিইয়ে রেখেছে। এদের মধ্যে আমার প্রতিবেশী বসির মুন্সীর ছেলে সুমন, রাধাসার গ্রামের বাবু ও দ্বাদশ গ্রাম ইউনিয়নের দেলোয়ার (আমাদের আত্মীয়)সহ অজ্ঞাত কয়েকজন। আগুন লাগার দিন (বৃহস্পতিবার) দেলোয়ার আমাদের বাড়িতে এসে হুমকি-ধামকি দিয়ে যায়, আর দিনশেষে রাতেই ঘরে আগুন লাগার ঘটনা ঘটে।

আগুন লাগার বিষয়ে বাকিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী জানান, ক্ষতিগ্রস্ত শুকুর আমাকে বিষয়টি জানিয়েছেন।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোজাম্মেল হোসেন জানান, ক্ষতিগ্রস্ত শুকুর আলম মোল্লা আগুন লাগার বিষয়টি জানিয়েছে। তাকে বলেছি দমকল বাহিনীর রিপোর্ট নিয়ে আসতে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়