শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২১, ০০:০০

উৎসবমুখর পরিবেশে উপজেলা প্রেসক্লাব হাইমচর-এর নির্বাচন সম্পন্ন
মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥

‘আমাদের নেতা আমরাই নির্বাচন করবো’-এ প্রতিপাদ্যকে ধারণ করে নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে উপজেলা প্রেসক্লাব হাইমচর-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ২৫টি ভোটের মধ্যে ১৩টি ভোট পেয়ে মোঃ ফারুকুল ইসলাম (চাঁদপুর বার্তা) সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মহসিন মিয়া (চাঁদপুর সংবাদ) পেয়েছেন ১১ ভোট। সাহেদ হোসেন দিপু (ইলশেপাড় ও আমাদের সময়) ৯টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ হোসেন রনি (চাঁদপুর কণ্ঠ) পেয়েছেন ৮টি ও হাসান আল মামুন পেয়েছেন ৭ ভোট।

গতকাল ১৮ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচন কমিশনার মোঃ মাজহারুল ইসলাম শফিকের সার্বিক দিক-নির্দেশনা ও প্রিজাইডিং অফিসার জিএম জহিরের পরিচালনায় এ ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন চলাকালীন কেন্দ্র পরিদর্শনে আসেন হাইমচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, জেলা পরিষদ সদস্য এসএমআল মামুন সুমন, আলগী বাজার (আলিম) সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান ফারুকী, ২নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আতিকুর রহমান পাটওয়ারী, একই ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান বেগ, ৪নং নীলকমল ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাজী ইয়াসিন রতন, ৩নং আলগী দক্ষিণ ৯নং ওয়ার্ড ইউপি সদস্য কাউসার বেপারী প্রমুখ।

উপজেলা প্রেসক্লাব হাইমচর-এর কার্যকরী পরিষদ নির্বাচন-২০২১-এ সভাপতি পদে প্রার্থী হয়েছেন দৈনিক চাঁদপুর বার্তা পত্রিকার হাইমচর প্রতিনিধি মোঃ ফারুকুল ইসলাম, দৈনিক চাঁদপুর সংবাদ হাইমচর প্রতিনিধি মোঃ মহসিন মিয়া, সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দৈনিক আমাদের সময়, ইল্শেপাড় ও চাঁদপুর রিপোর্ট হাইমচর প্রতিনিধি মোঃ সাহেদ হোসেন দিপু, দৈনিক চাঁদপুর কণ্ঠের হাইমচর প্রতিনিধি সাজ্জাদ হোসেন রনি ও চাঁদপুর প্রতিদিনের হাইমচর প্রতিনিধি হাসান আল মামুন।

নির্বাচন কমিশনার মোঃ মাজহারুল ইসলাম শফিক জানান, শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আশা করছি এ নির্বাচনের মাধ্যমে মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকরা তাদের পেশাগত মর্যাদা বৃদ্ধি ও প্রেসক্লাবের উন্নয়নে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে পেরেছে।

তিনি আরও বলেন, আজ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে ১৩ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি খুব শীঘ্রই ঘোষণা করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়