প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২১, ০০:০০
হাজীগঞ্জে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা হাজীগঞ্জে উদ্বোধন করেছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ মুনীর চৌধুরী। শনিবার বিকেলে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ মাঠে বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করা হয়। একইদিন বিকেলে একই কলেজের হলরুমে আলোচনা সভা ও বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
|আরো খবর
‘স্মার্টফোন আসক্তি, পড়াশোনায় ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন উক্ত মেলার আয়োজন করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এ সময় প্রধান অতিথিসহ আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাছান মানিক, জেলা শিক্ষা কর্মকর্তা গিয়াস উদ্দিন পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কৃষ্ণ চন্দ্র, হাজীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরীর সঞ্চালনায় অনুষ্ঠানে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল বাশারসহ কলেজ, স্কুল ও মাদ্রাসার পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠান প্রধানগণ। মেলায় ৩টি কলেজ, ১টি মাদ্রাসা ও ১১টি বিদ্যালয়ের শিক্ষার্থী/শিক্ষকগণ উপস্থিত ছিলেন। কলেজ পর্যায়ে সেরা পুরস্কার পান হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ, স্কুল পর্যায়ে পুরস্কার পান হাজীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়।