সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২১, ০০:০০

কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
মেহেদী হাসান ॥

কচুয়ায় রূপা আক্তার (২২) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় পৌরসভার ৫নং ওয়ার্ডের কড়ইয়া জহিরুল ভিলা থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। জানা যায়, নিহত রুপা আক্তার তার বাবার সাথে বোনের ভাড়া বাসায় থেকে লেখাপড়া করতো। তার বোন রেহেনা জানান, রুপা কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আমাদের গ্রামের বাড়ি বি-বাড়িয়া জেলার নাসিরনগর থানার ধলমন্ডল গ্রামে। শনিবার সকাল ৬টায় আমার বাবা কাজের জন্য গ্যারেজে যায়, আমি কাজের উদ্দেশ্যে বের হই এবং আমার মেয়ে পরীক্ষা দিতে মাদ্রাসায় যায়। দুপুরবেলা পরীক্ষা শেষে আমার মেয়ে বাসায় এসে রূপাকে দরজা খোলার জন্য অনেক ডাকাডাকি করে। ডাকাডাকির পর দরজা না খোলায় সে আমাদের খবর দেয়। পরে আমি ও আমার বাবা বাসায় এসে দরজা খোলার অনেক চেষ্টা করেও খুলতে না পেরে জানালা দিয়ে তাকালে আমার বোনকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। আমাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন ও এসআই আবু ফয়সাল জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্যে লাশ মর্গে প্রেরণ করা হবে। এ ব্যাপারে কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়