সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২১, ০০:০০

শহীদ জিয়ার সৈনিকদের যে কোনো নির্দেশে মাঠে নামতে হবে
মিজানুর রহমান ॥

অবশেষে চাঁদপুর জেলা বিএনপির বিবদমান দুই গ্রুপের নেতৃবৃন্দের সাথে পৃথক আলোচনায় সাংগঠনিক সভা করেছেন বিএনপি নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। ৪ ডিসেম্বর বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত দলীয় কার্যালয়ে পৃথকভাবে সভা দুটি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কগণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে প্রথমে সাংগঠনিক সভা করেন যুগ্ম মহাসচিব।

এরপর মাহবুবুর রহমান শাহীনের নেতৃত্বাধীন বিএনপির অপর অংশের নেতা-কর্মীদের সাথে সভায় মিলিত হন হাবিব উন নবী খান সোহেল। সাংগঠনিক এ দুটি সভাকে ঘিরে জেলা বিএনপি কার্যালয় এবং এর আশেপাশে নেতা-কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ তৎপর থাকতে দেখা যায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। তবে শান্তিপূর্ণভাবে সভা দুটি অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের অভ্যন্তরীণ বিরোধ নিরসন করে চাঁদপুরে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ রাখার জন্য যুগ্ম মহাসচিবকে সাংগঠনিক সফরে পাঠানো হয়েছে।

আবার অপর একটি সূত্রে জানা যায়, মাহবুবুর রহমান শাহীনকে বিএনপির কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য নেতা-কর্মীদের মতামত নিতে কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিবের আগমন।

এ দুটি সভায় শেখ ফরিদ আহমেদ মানিক এবং মাহবুবুর রহমান শাহীন দুই নেতাই উপস্থিত ছিলেন।

সভায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেন, এভারকেয়ার হাসপাতালে বাংলাদেশ শুয়ে আছে। এমন পরিস্থিতিতে শহীদ জিয়ার সৈনিকদের যেকোনো নির্দেশে মাঠে নামতে হবে। যে কর্মসূচি ঘোষিত হবে তা সফল করতে হবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। তার হাতে বাংলাদেশ নিরাপদ। এদেশে নারী জাগরণে বেগম রোকেয়ার পাশাপাশি বেগম খালেদা জিয়ার নাম উচ্চারিত হবে যুগ যুগ, বছরের পর বছর, শতাব্দী ধরে।

সোহেল বলেন, আমাদের নেত্রী গুরুতর অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অনতিবিলম্বে তাঁকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসা ব্যবস্থার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আন্দোলনের মধ্য দিয়ে তাঁর চিকিৎসা নিশ্চিত করা হবে।

চাঁদপুর জেলা বিএনপি আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম, যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোঃ সফিকুজ্জামান, মুনীর চৌধুরী, সেলিমুছ সালাম, আক্তার হোসেন মাঝি, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, অ্যাডঃ হারুনুর রশিদ, জেলা বিএনপি নেতা অ্যাডঃ জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ইমান এইচ গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

এছাড়া অন্য নেতারাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মীকে উপস্থিত থাকতে দেখা যায়।

অপর দিকে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান শাহীন ছাড়াও তার গ্রুপের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ খান, বিএনপি নেতা হুমায়ুন কবির, কাইয়ুম খান, যুবদল নেতা জুয়েল দেওয়ান, শাহানুর বেপারী শানু, স্বেচ্ছাসেবক দল নেতা মেরাজ চোকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়