প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২১, ০০:০০
বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল চাঁদপুর জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে কৃষকদলের এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম বলেন, এই বাংলাদেশের আবালবৃদ্ধবনিতা, কৃষক-শ্রমিক-জনতা সর্বস্তরের মানুষ খালেদা জিয়ার সুচিকিৎসা এবং তাকে এই মুহূর্তে বিদেশে প্রেরণ দেখতে চায়। কেবল চায় না শেখ হাসিনা। সরকার দেশনেত্রীকে তিলে তিলে হত্যা করার উদ্দেশ্যে তাকে বিদেশে পাঠাতে দিচ্ছে না। যে আইন দেশের তিনবারের সফল প্রধানমন্ত্রীকে বিদেশে চিকিৎসা করতে দিচ্ছে না, সেই আইন আমরা তথা জনগণ মানে না। তিনি এই সভা থেকে অবিলম্বে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবি জানান।
অ্যাডঃ সেলিম আরো বলেন, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে আমাদের কৃষকদের কোনো মূল্য তাদের কাছে নেই। তেলের দাম বাড়ানো হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীন শুধু এই বাংলাদেশকে ভারতের বাজারে পরিণত করার জন্য।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন নেতা ছিলেন, যিনি বাংলাদেশের ঐতিহাসিক কৃষিবান্ধব বিপ্লবের নেতা ছিলেন।
জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্লাহ খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সহ-সভাপতি হানিফ পাটোয়ারী, আলম মাল, সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ জিতু, সদর উপজেলা কৃষকদলের সভাপতি মজিদ মৃধা, হাইমচর উপজেলা কৃষকদলের সভাপতি তাহের সরদার, সাধারণ সম্পাদক ফজলুল হক, চাঁদপুর পৌর কৃষকদলের সভাপতি আমিন মোল্লা, সাধারণ সম্পাদক শাহজাহান গাজী, ফরিদগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইউনুস সরদার, ফরিদগঞ্জ পৌর কৃষকদলের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আবু তাহের, অর্থ সম্পাদক এরশাদ মিজি, জেলা কৃষক দলের সহ-দপ্তর সম্পাদক ফারুক সরদার, অর্থ বিষয়ক সম্পাদক আরশাদ গাজী, আলাউদ্দিন গাজী প্রমুখ। কৃষকদলের বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন।