প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জে জাল টাকাসহ দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে গতকাল ৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের বালীথুবা বাজারে। বাজারের ছানাউল্লাহ (ছানু) কাঁচামালের দোকানে ৪০ টাকার শিম কিনে ৫শ’ টাকার জাল নোট দিয়ে বাকি ৪৬০ টাকা নিয়ে যায়। নান্নুর মুদি দোকানে গিয়ে একইভাবে সদাই নিয়ে জাল নোট দিলে দোকানির সন্দেহ হয়। তখন তিনি লোকজন ডেকে আনলে জাল টাকা শনাক্ত হয়। এ সময় তাদের পকেটে তল্লাশি চালিয়ে ১হাজার টাকার ৮টি ও ৫শ’ টাকার ৭টি জাল নোটসহ ১১ হাজার ৫০০শত টাকা পাওয়া যায়। এ টাকা জব্দ করে দুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো- ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর ইউনিয়নের শোল্লা গ্রামের রায়ের বাড়ির আকাশ (২০) এবং রবিন (২৫)।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার এএসআই রুবেল ফরাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাল টাকাসহ আকাশ ও রবিনকে থানায় নিয়ে আসি। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।