সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২১, ০০:০০

তদবিরে নয়, মেধার জোরে সরকারি চাকুরি হলো তনয় রায়ের
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

ইউনিয়ন পরিষদের সচিব পদে চাঁদপুর শহরের পুরাণবাজার মেরকাটিজ রোড বেপারী বাড়ির বিজয় রায়ের ছেলে তনয় রায় নিয়োগ পেয়েছেন। এজন্যে তাকে কোনো মামা, কোনো প্রভাবশালী ব্যক্তিকে দিয়ে সুপারিশ বা তদবির করতে হয়নি। তার মেধাই তাকে চাকুরি পাইয়ে দিয়েছে।

তনয় জানান, মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় সরকারি চাকরি পাওয়াটা একটা স্বপ্নের মত ছিলো। তার ওপর আবার শুনেছি বিভিন্ন রকম অনৈতিক কার্যকলাপের কথা। কিন্তু সত্যি বলতে কল্পনার বাইরে গিয়ে আমি যখন ইউপি সচিব পদে চূড়ান্তভাবে মনোনীত হই, তখন আমার সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটে। আমি গর্ব সহকারে এবং বুক ফুলিয়ে বলতে পারি, সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় দক্ষতার কারণে আমি আজ ইউপি সচিব। তনয় নিয়োগপ্রাপ্ত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিয়োগ প্রসঙ্গে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জানান, আলহামদুলিল্লাহ্। বিজয়ের মাসের ১ম দিনটি শুরু হলো একটি ভালো কাজ দিয়ে। এদিনে চাঁদপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার অধীনে নবনিয়োগপ্রাপ্ত ৭জন ইউনিয়ন পরিষদ সচিব যোগদান করেন।

তিনি আরো জানান, স্বচ্ছতার সাথে আমি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। আমি চেয়েছি, যোগ্য ব্যক্তিই যোগ্য স্থানে বসুক। কোনো প্রকার তদবির ও অনৈতিক উপায় ছাড়াও যোগ্যতার ভিত্তিতে যে চাকরি পাওয়া যায়-বিষয়টি সাধারণ মানুষ জানুক। এর ফলে চাকুরি প্রার্থীরা যোগ্যতা অর্জনের জন্যে চেষ্টা করবে এবং অনৈতিক উপায় অবলম্বন থেকে বিরত থাকবে। তিনি সকলকে সততা, দক্ষতা ও স্বচ্ছতার সাথে কাজ করার নির্দেশনা দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়